শীতের কষ্ট লাঘবে মাগুরায় হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের মানবিক কর্মসূচি
সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব মাগুরার গ্রামগুলোতে মানবিক কর্মসূচি বাস্তবায়ন
সুমন চৌধুরী: সামাজিক দায়বদ্ধতা শুধু কথায় নয়, বাস্তব কর্মে প্রমাণ করল হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে সংগঠনটি করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রকল্প ‘প্রজেক্ট বিনিথ দ্য সেম স্কাই’-এর আওতায় মাগুরার হাজিপুর গ্রামে শীতার্ত মানুষের জন্য মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
শনিবার (১০ জানুয়ারি) আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং। তীব্র শীতের মধ্যে অসহায় মানুষের কষ্ট লাঘবে হাজিপুর ইউনিয়নের হাজিপুর, বাড়িয়ালা, শ্রীমন্তপুর ও ফুলবাড়ী গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি হাজিপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই মানবিক উদ্যোগের সার্বিক নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর সালমান আল ফারসি। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি টিম লিড (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ইউছুফ আবদুল্লাহ তকী এবং অ্যাসোসিয়েট (লজিস্টিকস অ্যান্ড অপারেশন্স) সাজিদ হোসেন অন্তু। স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম ও সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হয়।
স্থানীয় পর্যায়ে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন—অ্যাডভোকেট লুৎফুল হাকিম (নওরোজ), মোঃ তারিকুল ইসলাম (খোশরোজ), অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম (দিলু) এবং অধ্যাপক মোঃ হাবিবুল হাকিম (শাহীন)।
শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতাই ছিল এই কর্মসূচির সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের আন্তরিক ধন্যবাদ ও আবেগঘন প্রতিক্রিয়া প্রমাণ করে—মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া সুপরিকল্পিত ও আন্তরিক উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে।
হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের এই কার্যক্রম কেবল একটি শীতবস্ত্র বিতরণ নয়; এটি মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং দায়িত্বশীল নেতৃত্বের এক শক্তিশালী বার্তা—যা তরুণ প্রজন্মকে সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে।
শীতবস্ত্র বিতরণের মুহূর্তে গ্রামবাসীদের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতা ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য। তাদের উষ্ণ অনুভূতি ও আন্তরিক ধন্যবাদই প্রমাণ করে যে মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া ছোট ছোট উদ্যোগও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে পারে।
বিআলো/তুরাগ



