• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে মানুষের ভোটে নির্বাচিত ছিল না: আমিনুল হক 

     dailybangla 
    09th Oct 2024 9:17 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে মানুষের ভোটে নির্বাচিত ছিল না। তারা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে, জনগণের ভোটের অধিকারকে বঞ্চিত করে, তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে ছিল।

    তিনি বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত জুলাই-আগষ্টে আমরা নতুন করে স্বাধীন হয়েছি, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র পাইনি। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন সুন্দর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এটাই অন্তবর্তীকালীন সরকারের কাছে এদেশের মানুষের প্রত্যাশা।

    আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীতে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে আমিনুল হক এসব কথা বলেন।

    দেশের ক্লান্তি লগ্নে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়ায় উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে নিয়েই বিএনপির রাজনীতি। দেশের কঠিন ক্লান্তি লগ্নে, যেকোন দূর্যোগকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা সর্বদা মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট শুধু হাট-বাজার,দোকানপাটে গিয়ে বিতরণ করলেই হবে না, জনসচেতনতার সুফল পেতে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের বাসায়-বাসায় গিয়ে লিফলেট বিতরণ করতে হবে। আমাদের ঢাকা মহানগর উত্তর এর ৭১ টি ওয়ার্ডের হাট-বাজার,দোকানপাট,রাস্তার পথচারীদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের মানুষের বাসায়-বাসায় গিয়ে লিফলেট বিতরণ করা হবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

    ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল,সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাতী দলের সভাপতি আবুল কালাম আজাদ,জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসী আহমেদ মিষ্টি,হাজী মোস্তফা জামান,আখতার হোসেন,মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য কাউন্সিলর আলী আকবর,মাহাবুব আলম মন্টু, জাহাঙ্গীর মোল্লা,আহসান হাবিব মোল্লা, মোজাম্মেল হোসেন,হাফিজুর রহমান শুভ্র,শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল মেরাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা লায়লা,যুগ্ম আহবায়ক লাইলী বেগম,মিরপুর থানা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মতিন,সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, বিএনপি নেতা হালিম উল্লাহ মজুমদার, বিমানবন্দর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, কাউন্সিলর সাজ্জাদ হোসেন,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031