শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
আজ সোর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন এ তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, এ মামলায় শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক। বাকি ২৭ জনের মধ্যে সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিনসহ গ্রেফতারকৃতরা কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি জুম মিটিংয়ে দেশ-বিদেশের ৫৭৭ জন অংশ নেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমের হোস্ট করা ওই মিটিংয়ে শেখ হাসিনা অংশ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতে গৃহযুদ্ধের মাধ্যমে তাকে আবার ক্ষমতায় বসানোর পরিকল্পনা করা হয় বলে অভিযোগ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে চলতি বছরের ২৭ মার্চ সিআইডির এএসপি মো. এনামুল হক প্রথমে ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ১৪ আগস্ট ২৮৬ জনের নামে চার্জশিট দাখিল করা হয়। আদালত চার্জশিট গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, পংকজ নাথ, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, এডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
আগামী ৫ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি হলে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর পর্যায়ে প্রবেশ করবে।
বিআলো/এফএইচএস



