শৈত্যপ্রবাহ বাড়তে পারে, আবহাওয়া অফিসের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানায়, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে এ শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভের আশঙ্কা রয়েছে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সংস্থাটি জানায়, দিনের বেলায় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিন জুড়ে তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। যদিও শনিবার (১৭ জানুয়ারি) থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী কয়েক দিন দেশের কিছু এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
বিআলো/শিলি



