শোক সংবাদ
গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর কর্মকর্তা প্রকৌ. আবুল হাসনাত মোঃ সাজেদুর রহমান, সহকারী প্রকৌশলী, আঞ্চলিক বিক্রয় বিভাগ—নরসিংদী, গত ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার) আনুমানিক সন্ধ্যা ৬ টায় ঢাকা–সিলেট মহাসড়কে এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরবর্তীতে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর ০৪ মাস ১৪ দিন। পাবনা জেলায়, তাঁর গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি তার পরিবারে স্ত্রী ও পিতা-মাতা রেখে যান।
আমরা তাঁর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিআলো/ইমরান



