শ্রীপুরে জাসাস নেতা এক মাসেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ফরিদ সরকার হত্যার এক মাস পেরিয়ে গেলেও মামলার চার আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
শনিবার সকালে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়নপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা বলেন, প্রধান আসামিসহ দু’জন গ্রেপ্তার হলেও বাকি আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে নিহত ফরিদ সরকারের ৯ বছর বয়সী মেয়ে ফাহিমা আক্তার বাবার হত্যার বিচার দাবি করে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেয়। যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে। নিহতের বড় ভাই ফারুক হোসেন জানান, গত ২৪ ডিসেম্বর ফরিদ সরকারকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়।
মৃত্যুর আগে ফরিদ হামলাকারীদের নাম বলে গেলেও পুলিশ এখনো সবাইকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই মতিউর রহমান জানান, তদন্ত চলমান রয়েছে এবং সন্দেহভাজন আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিআলো/আমিনা



