• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংগ্রাম খান এবার “লস্কর” সিনেমায়: আসছে নতুন চমক 

     dailybangla 
    27th Jul 2025 8:27 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: জনপ্রিয় চিত্রনায়ক সংগ্রাম খান এবার নতুন চমক নিয়ে আসছেন সিনেমাপ্রেমীদের জন্য। “অন্তরে প্রেমের জ্বালা” ও “এক পায়ে নুপুর” চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করা এই নায়ক এবার চুক্তিবদ্ধ হয়েছেন ইলমাছ মুভিজ প্রযোজিত এবং ইলিয়াস হুসাইন পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র “লস্কর”-এ।

    পরিচালক ইলিয়াস হুসাইন জানান, “লস্কর একটি কাল্পনিক ইতিহাস ও বাস্তবতার ছোঁয়ায় নির্মিত সমাজ সচেতন এবং বাণিজ্যিক ধারার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে থাকবে থ্রিল, আবেগ ও অ্যাকশনের অপূর্ব মিশেল, যা একেবারে ভিন্নধর্মী বিনোদনের অভিজ্ঞতা দেবে দর্শকদের।

    তিনি আরও বলেন, এই প্রজেক্টে আমার সঙ্গে রয়েছেন প্রতিভাবান নির্মাতা আশাদুজ্জামান জনি এবং আমার দীর্ঘদিনের সহযোদ্ধা হাসমত হাসু ভাই। সংগ্রাম খানের সঙ্গে তাদের রসায়ন দর্শকের মন জয় করবে বলেই বিশ্বাস।

    চলচ্চিত্রটির শুটিং হবে দেশের নানান মনোরম লোকেশনে। ইতোমধ্যে এর মহরত সম্পন্ন হয়েছে এবং প্রি-প্রোডাকশন চলছে পুরোদমে। তবে সিনেমার অন্যতম আকর্ষণ-নায়িকা কে হচ্ছেন—তা এখনো গোপন রাখা হয়েছে। এই রহস্য ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল।

    নায়ক সংগ্রাম খান বলেন, আমি সবসময়ই এমন চরিত্র পছন্দ করি, যেখানে নিজেকে নতুনভাবে তুলে ধরার সুযোগ থাকে। ‘লস্কর’ তেমনই একটি গল্প। ইলিয়াস ভাই একেবারেই ব্যতিক্রমী ভাবনায় কাজ করছেন-এটা শুধু সিনেমা নয়, একটা অনুভব।

    সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০২৬ সালে ‘লস্কর’ মুক্তি পাবে, যা হতে পারে সংগ্রাম খানের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক এবং ইলমাছ মুভিজ-এর জন্য নতুন দিগন্ত উন্মোচনের সূচনা।

     

    বিআলো/এফএইচএস

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930