সংবাদ সম্মেলন করে মুকসুদপুরে আওয়ামী লীগের আরও চার নেতার পদত্যাগ
বাদশাহ মিয়া,মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আরও চারজন নেতা পদত্যাগ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিগনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সন্তোষ কুমার মণ্ডল, একই ওয়ার্ডের সহসভাপতি অখিল চন্দ্র মণ্ডল, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য স্বপন কুমার সরকার এবং সদস্য অমূল্য সরকার।
লিখিত বক্তব্যে তারা জানান, এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাচ্ছি যে, আমরা আওয়ামী লীগের স্বস্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি।
তারা আরও বলেন,আমরা সকলে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না। সংবাদ সম্মেলনে চার নেতা আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা তুলে ধরেন এবং এ বিষয়ে পরবর্তী অবস্থানও স্পষ্ট করেন।
বিআলো/ইমরান



