• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংসদের বাইরে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই: বিএনপি নেতা আমীর খসরু 

     dailybangla 
    02nd Aug 2025 8:51 pm  |  অনলাইন সংস্করণ

    সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধন হতে হবে: বিএনপি নেতা

    নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ সংসদ—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে তা অবশ্যই সংসদের মাধ্যমেই আনতে হবে। সংসদের বাইরে এর কোনো সুযোগ নেই।”

    শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ‘মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন’।

    আমীর খসরু বলেন, “গণতান্ত্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোকে জনগণের ম্যান্ডেট নিতে হবে। যে কোনো সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন জরুরি। মতবিরোধ থাকলেও একে অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার।”

    তিনি আরও বলেন, “জুলাইয়ের ঘটনার পর অনেকে রাজনৈতিক ঐক্য নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু আমি মনে করি, ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে একমত হওয়া সম্ভব। জনগণই মালিক, তাদের মতের ভিত্তিতেই সিদ্ধান্ত সংসদে পাস হওয়া উচিত।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার মেহনাজ মান্নান। বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ।

    ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, মরহুম আবদুল মান্নান অন্তর্বর্তী সরকারের ধারণা নিয়ে অনেক আগেই ভাবনা প্রকাশ করেছিলেন। তিনি সততা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031