সকল জল্পনা–কল্পনার অবসান: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এম এ হান্নান
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের মতো ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনেও বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
রবিবার (৩ নভেম্বর) ঢাকায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দীর্ঘদিনের আলোচনা–সমালোচনা এবং নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও তৃণমূলের পরিচিত মুখ এম এ হান্নান।
দলীয় সূত্র জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক ভূমিকা, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য এবং রাজনৈতিক মাঠে সক্রিয় উপস্থিতি—এই চারটি মানদণ্ডে সবচেয়ে এগিয়ে থাকার কারণেই এম এ হান্নানকে মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। অনেকে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে সমর্থন জানান।
এম এ হান্নান তার প্রতিক্রিয়ায় বলেন—“দলের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি সংগঠনের কঠিন সময়ে মাঠে কাজ করেছি। নেতাকর্মীদের ভালোবাসা ও জনগণের সমর্থন নিয়েই আমি নির্বাচনের মাঠে নামব। ধানের শীষের বিজয়ের জন্য সবার সহযোগিতা চাই।”
তিনি আরও আহ্বান জানান— “যারা মনোনয়ন পাননি, তারা যেন দলীয় ঐক্য বজায় রেখে ধানের শীষের পক্ষে কাজ করেন। দলকে শক্তিশালী করাই এখন প্রথম লক্ষ্য।”
উল্লেখ্য, নাসিরনগর আসনে সম্ভাব্য প্রার্থী নিয়ে গত কয়েক মাস ধরে ব্যাপক আলোচনা চলছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে সেই জল্পনা–কল্পনার আনুষ্ঠানিক অবসান হলো।
বিআলো/তুরাগ



