• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সকালের কয়েকটি আমল, যা রাখবে আপনাকে সারাদিন নিরাপদ 

     dailybangla 
    07th Nov 2025 10:06 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ইসলাম শুধু নামাজ-রোজা নয়, জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে রাখার শিক্ষা দেয়। বিশেষ করে দিনের শুরুটা- সকালের সময়টি- আল্লাহর সন্তুষ্টি অর্জনের সেরা সুযোগ। প্রিয় নবী মুহাম্মদ (সা.) আমাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত ফলপ্রসূ আমল শিখিয়েছেন, যা সকালেই সম্পন্ন করলে সারাদিন আল্লাহর রহমত ও নিরাপত্তায় থাকা যায়।

    হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেছেন, “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশ বার ‘সুবহা-নাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল কেউ করতে পারবে না।” (মুসলিম, হাদিস ২৬৯২)
    আরবি: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
    অর্থ: আমি আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি।

    আরেক হাদিসে নবী (সা.) বলেছেন, যদি কেউ সন্ধ্যায় বলে-
    أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
    উচ্চারণ: আউজু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা
    অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের মাধ্যমে আমি তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই, তবে সে রাতে কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। (মুসলিম, হাদিস ২৭০৯)

    সকালের কিছু গুরুত্বপূর্ণ আমল:
    আয়াতুল কুরসি পাঠ: প্রতিটি ফরজ নামাজের পর পাঠ করলে জান্নাতে প্রবেশ ছাড়া আর কোনো বাধা থাকবে না। (শুআবুল ঈমান, হাদিস ২৩৯৫)

    আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া: রাজিতু বিল্লাহি রব্বাওঁ ওয়াবিল ইসলামী দ্বিনাওঁ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা।
    অর্থ: আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বিন এবং মুহাম্মাদ (সা.)-কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। (তিরমিজি, হাদিস ৩৩৮৯)

    সাইয়্যিদুল ইস্তিগফার: সকাল-সন্ধ্যায় পাঠ করলে জান্নাতের সুসংবাদ রয়েছে। (বুখারি, ৬৩০৬)

    জাহান্নাম থেকে মুক্তির দোয়া: আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
    অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। (আবু দাউদ, হাদিস ৫০৭৯)

    সকালের এই অল্প কিছু আমল বান্দার অন্তরকে প্রশান্ত করে, সারা দিন আল্লাহর সুরক্ষায় রাখে এবং জীবনে বরকত বয়ে আনে। তাই প্রতিটি দিন যেন শুরু হয় আল্লাহর স্মরণে, এই কামনাই করি- আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তাওফিক দিন। আমিন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031