সত্যই আমার শক্তি: ভাবনা
বিনোদন ডেস্ক: নতুন বছরে নিজের জীবনের গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বুঝেছেন কারা সত্যিকারের আপনজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভাবনা লেখেন, ২০২৫ সাল তাকে অনেক গভীরভাবে নিজেকে চিনতে সাহায্য করেছে। মিথ্যা অপবাদ, অবমূল্যায়ন এবং অপমানের মধ্য দিয়েই তিনি উপলব্ধি করেছেন কোন সম্পর্কগুলো আর টেনে নেওয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, মৃত গাছে যেমন পানি ঢেলে লাভ নেই, তেমনি মৃত সম্পর্ক আঁকড়ে রাখাও অপ্রয়োজনীয়। নতুন বছরে তিনি নিজেকে সবার আগে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ভাবনা আরও বলেন, তিনি আর কারও ভনিতার শিকার হবেন না এবং নিজের পরিশ্রমের উপার্জন অপাত্রে ব্যয় করবেন না। নিজের শক্তিতেই এগিয়ে যেতে চান তিনি।
অভিনেত্রীর ভাষায়, সত্য ও সততাই তার সবচেয়ে বড় শক্তি। দর্শকদের দোয়া চেয়ে তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, ২০২৬ হবে সত্য ও সুন্দরের বছর।
বিআলো/শিলি



