সন্ত্রাসবিরোধী মামলায় ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জনের জামিন
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। তাঁর আইনজীবী শেখ আলী আহমেদ খোকন জানান, এ আদেশের ফলে কার্জনের মুক্তিতে আর কোনো বাধা নেই।
গত ২৮ আগস্ট সকালে অধ্যাপক হাফিজুর রহমান, আবদুল লতিফ সিদ্দিকীসহ অন্যরা ‘মঞ্চ ৭১’ আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যান। আলোচনার শুরু কিছুটা বিলম্বে হলেও বক্তব্য চলাকালে একদল বিক্ষোভকারী মিলনায়তনে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
দুপুরের দিকে পুলিশ এসে বিক্ষোভকারীদের হাতে তুলে দেওয়া হাফিজুর রহমান, লতিফ সিদ্দিকীসহ মোট ১৬ জনকে নিয়ে যায়। প্রায় ১২ ঘণ্টা পর শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
বিআলো/শিলি



