সাফল্য অর্জন করতে হয় : জান্নাতুল পিয়া

সাফল্য অর্জন করতে হয় : জান্নাতুল পিয়া

বিনোদন ডেস্ক:  জান্নাতুল পিয়া। একইসঙ্গে তিনি মডেল, অভিনেত্রী, উপস্থাপক, ব্যবসায়ী ও আইনজীবী। শোবিজের প্রায় প্রতিটি ক্ষেত্রে ইতোমধ্যে সাফল্যর ছাপ রেখেছেন তিনি। শুধু দেশেই নয়, মডেল হিসেবে আন্তর্জাতিক খ্যাতিও রয়েছে তার। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর প্রচ্ছদের মডেলও হয়েছেন পিয়া। পাশাপাশি অংশ নিয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টেও। 

এদিকে পিয়া ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। অন্যদিকে কয়েক মাস আগেই তিনি পুত্রসন্তানের মা হন। পুত্রের নাম রেখেছেন আরিস। 

সব মিলিয়ে কেমন আছেন? পিয়া বলেন, ভালো আছি। ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সময়। ছেলে আরিসকে তো সময় দিচ্ছিই। পাশাপাশি ব্যবসা সামলাচ্ছি, আইনজীবী হিসেবে প্র‍্যাকটিস চলছে। আর শোবিজের কাজও করছি টুকটাক। আরিস হওয়ার কয়েক মাসের মধ্যেই নিজের ওজন কমিয়ে প্রায় আগের অবস্থায় ফিরে এসেছেন। এর রহস্য কি?

উত্তরে হেসে পিয়া বলেন, রহস্য নেই কোনো। এটা আসলে ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে। সঙ্গে আত্মবিশ্বাসী হওয়াটা দরকার। আরিস হওয়ার কিছুদিন পরই আমি শরীরচর্চা ও ডায়েট শুরু করি। এখন তো নিয়মিত জিম করছি। মাঝেমধ্যে সেই ভিডিও ফেসবুকেও দিচ্ছি। আর কয়েকদিন বাদেই আশা করছি পুরোনো শেপে ফিরতে পারবো। কিন্তু মাতৃত্বের পর এই জার্নিটা কঠিন ছিল না? 

পিয়া জান্নাতুল বলেন, সাফল্য সহজে আসে না, চেষ্টা- পরিশ্রম দিয়ে অর্জন করতে হয়। আমিও তাই করেছি। যে কেউ চাইলে করতে পারে। অধ্যাবসায় এক্ষেত্রে জরুরি। এখনকার ব্যস্ততা কি নিয়ে মূলত? উত্তরে এ মডেল-অভিনেত্রী বলেন, একসঙ্গে কয়েকটি ব্যবসা সামলাচ্ছি। আইনজীবী হিসেবে র্প্যাকটিস করছি। আর পছন্দসই কাজ হলেই শোবিজের কাজ করছি। এরমধ্যে কিছু ব্র্যান্ডের কাজ করেছি মডেল হিসেবে। সামনেও কিছু কাজ আছে। 

সিনেমায় কাজ কম করছেন। এর কারণ কি? পিয়ার উত্তর- এখন সিনেমায় সময় দেয়া আমার জন্য কঠিন। কারণ ব্যবসা ও প্র‍্যাক্টিস নিয়ে ব্যস্ত থাকতে হয়। সত্যি বলতে সব ধরনের কাজ করতে চাচ্ছি না। খুব বেশি পছন্দসই হলেই কাজ করবো। সিনেমার ক্ষেত্রেও তাই। 

আসলে আমি লক্ষ্য নিয়ে চলি। আজ থেকে দশ বছর পর আমি কি করবো, কোন অবস্থানে থাকবো সেটা আমার প্ল্যান করা। পরিকল্পনা অনুযায়ীই এগুচ্ছি। 

বিআলো/শিলি