সব বাধা অতিক্রম করে স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) কার্যক্রম এগিয়ে চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কমিশন ‘স্লো অ্যান্ড স্টেডি’ নীতি অনুসরণ করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কমিশন প্রবাসী, সরকারি কর্মকর্তা ও কারাগারে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের জন্য ‘হাইব্রিড মডেল’ চালু করা হয়েছে, যেখানে অনলাইনে নিবন্ধন ও ডাকযোগে ভোট প্রদান করা হবে। সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান, যা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াবে।
সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক নেতারা কমিশনের স্বাধীনতা, প্রিসাইডিং ও পুলিং কর্মকর্তাদের নিরাপত্তা এবং নির্বাচন ব্যয় ও প্রচারণার স্বচ্ছতার ওপর গুরুত্ব দেন। ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটার সচেতনতা বৃদ্ধির বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়।
নির্বাচন কমিশনাররা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা একমত যে, নিরাপদ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। কমিশনের পদক্ষেপ বাস্তবমুখী হলে নির্বাচন দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
বিআলো/শিলি



