সবার ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: ড. আনোয়ার খান এমপি

সবার ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: ড. আনোয়ার খান এমপি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, দেশের গরীব অসহায় মানুষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। সেজন্যই তিনি সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়েছেন। খাদ্যসামগ্রী পাঠিয়ে মানুষের সাথে রয়েছেন। এখন আবার প্রধানমন্ত্রীর সৌজন্যে আপনাদের মাঝে চাল-ডাল বিতরণ করছি। যাতে আপনারা কোনভাবে কষ্ট না পান। প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে। দল-মত নির্বিশেষে সরকার সবার ভাগ্য পরিবর্তনে কাজ করছে।

মঙ্গলবার রামগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর সৌজন্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ড. আনোয়ার খান এমপি।

ড. আনোয়ার খান এমপির নিজস্ব অর্থায়নে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে নিরলস প্রয়াস চালাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে, ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ঘোষণায় বিএনপি ও জাতীয় পার্টির নেতারা হাসাহাসি করেছিলেন। আজ শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়ন দেখে সারা বিশ্ব প্রশংসা করছে। এ অর্জন প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানান তিনি।

পৃথক আয়োজনে উপজেলার নোওগাঁ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, হোটাটিয়া ও পানিওয়ালা বাজার এলাকায় চাল-ডাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান বাচ্চু, এমপির প্রেসসচিব নাজমুল হোসেন সৈকত প্রমুখ। এ সময় উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ১৫০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সৌজন্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এসব প্যাকেটে চাল, তেল, ডালসহ বিভিন্ন সামগ্রী ছিলো।

 বিআলো/শিলি