সম্পাদক পরিষদে নতুন কমিটি: নুরুল কবীর সভাপতি
dailybangla
14th Nov 2025 5:47 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নিউ এজের সম্পাদক নুরুল কবীর সভাপতি এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির মেয়াদ দুই বছর। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দৈনিকে সম্পাদক ও প্রকাশকরা।
সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আর সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।
নির্বাহী সদস্যরা হলেন, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজ্জাম্মেল হক এবং দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
বিআলো/শিলি



