সহসাই অনুমোদন পেতে পারে করোনা ভাইরাসের টিকা

সহসাই অনুমোদন পেতে পারে করোনা ভাইরাসের টিকা

নিউজ ডেস্ক: সহসাই ব্যবহারের জন্য নিরাপদ বলে ঘোষণা দেয়া হতে পারে করোনা ভাইরাসের টিকা। বৃটিশ সরকারের সায়েন্টিফিক এডভাইজরি গ্র“প অব ইমার্জেন্সিজ-এর (এসএজিই) সদস্য ও ওয়েলকাম ট্রাস্টের চেয়ারম্যান স্যার জেরেমি ফারার এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, করোনা ভাইরাস এখন যেদিকে যাচ্ছে তাতে একটি টিকা ‘ব্রেকথ্র’ হিসেবে এলে তাতে আস্তা ও আত্মবিশ্বাসবোঁধ বৃদ্ধি পাবে। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন অক্সফোর্ড মেইল। এতে বলা হয়, স্যার জেরেমি ব্যক্তিগত পর্যায়ে কথা বলছিলেন বিবিসির অ্যানড্র“ মার শো‘তে।

সেখানে তিনি বলেন, বর্তমানে প্রথম দিককার যেসব টিকা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় রয়েছে বছর শেষ হওয়ার আগেই সেখান থেকে ভাল কিছু খবর শুনতে পাবো। তার ভাষায়, আমি মনে করি, এত টিকার মধ্যে একাধিক টিকা কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হবে।

তিনি ব্যাখ্যা করেন, এগুলো যথার্থ বা পারফেক্ট নাও হতে পারে। আমরা যথার্থ টিকা বা পারফেক্ট টিকা ব্যবহারে অভ্যস্ত। কিন্তু প্রথম দিকে যেসব টিকা এসেছে, তার একটিও এখন পর্যন্ত পারফেক্ট না। তবে সেগুলো নিরাপদ এবং কার্যকর। ফলে এসব টিকা করোনা ভাইরাস মহামারীর প্রকৃতীই পাল্টে দেবে। বহু মানুষকে ভয়াবহভাবে অসুস্থ হওয়া থেকে এসব টিকা রক্ষা করবে বলে আমি মনে করি।

উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রাজেনেকার তৈরি করা একটি সহ বেশ কিছু টিকা বর্তমানে পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সর্বসাধারণের ব্যবহারের অনুমোদন দেয়ার আগে এখন এগুলো স্বেচ্ছাসেবকদের ওপর প্রয়োগ করা হচ্ছে।

বিআলো/শিলি