সহিংসতার কথা বলছে ভোটে না থাকা দলগুলো: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, মূলত তারাই দেশে অস্থিতিশীলতার কথা বলছে।
তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সংযত আচরণ করছে। তবে নির্বাচনী সহিংসতা হলে এর দায় ভোটে অংশ না নেওয়া দলগুলোকেই নিতে হবে।
নির্বাচনী পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, সরকার চায় যত বেশি সম্ভব পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করুক। ভারত থেকে কেউ আসতে চাইলে ভিসা দিতেও আপত্তি নেই।
ভারতীয় কর্মীদের পরিবারের সদস্যদের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে এবং এতে উদ্বেগের কিছু নেই। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেয়নি বলেও জানান তিনি।
চীনসহ বিভিন্ন দেশের সহযোগিতা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজস্ব স্বার্থ বিবেচনায় যে কোনো দেশের সহায়তা নিতে পারে। এ বিষয়ে অন্য দেশের মন্তব্য গুরুত্ব পাবে না।
বিআলো/শিলি



