সাঁথিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল
এস এম আলমগীর চাঁদ, পাবনা : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাঁথিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের অন্তর্গত রসুলপুর তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ (সাঁথিয়া) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম মাহবুব মোর্শেদ জ্যোতি, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কাসু, ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মকবুল হোসেন, রাজশাহী বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, সাঁথিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মনোয়ার পারভেজ মানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, মৎস্যজীবী দলের নেতা মিজানুর রহমান, আতাইকুলা ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব আল মামুন, ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক সবুজ মিয়া, সাঁথিয়া উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম মসৃণসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিআলো/আমিনা



