সাংবাদিক জাওহার ইকবাল খানের পিতার মৃত্যুতে ডিএসইসির শোক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের পিতা চৈতার পীর আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খান আর নেই। শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
রবিবার সকাল ৭টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আসর নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাওহার ইকবাল।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মাওলানা নূর মোহাম্মদ খান। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শোকবার্তায় ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিক ও নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মির্জাগঞ্জ উপজেলার চৈতা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খান দেশের আধ্যাত্মিক জগতে সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ সাধক পীরে কামেল আলহাজ্ব মাওলানা ইউনুস (রহ.)–এর পুত্র। জীবদ্দশায় তিনি ইসলাম প্রচার-প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের হেড এক্সামিনার ও বোর্ড অফ গভর্নরসের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ কাজী অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং তদানীন্তন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের যুগ্ম মহাসচিব ছিলেন। শিক্ষা বিস্তারের অংশ হিসেবে তিনি নিজের গ্রামসহ বিভিন্ন অঞ্চলে একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং অবসরের পর মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
ধর্ম, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান এলাকার মানুষের মাঝে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।
বিআলো/তুরাগ



