• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাংবাদিকতায় এআই বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু 

     dailybangla 
    26th Dec 2025 5:54 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (আজ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে কর্মশালাটির উদ্বোধন করা হয়।

    তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফ্লাইয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এআই পাওয়ার্ড জার্নালিজম’ শীর্ষক এই কর্মশালায় ডিআরইউর ৬০ জন সদস্য অংশগ্রহণ করছেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গেমপ্লিফ্লাই এক্সওয়াইজেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, বিশ্ব এখন তথ্যের যুগ পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। অদূর ভবিষ্যতে এমন সময় আসতে পারে, যখন এআই মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে—যা ‘সিঙ্গুলারিটি’ নামে পরিচিত।
    তিনি বলেন, এই পরিবর্তন সাংবাদিকতার ক্ষেত্রে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, তেমনি তৈরি করছে নানা চ্যালেঞ্জ ও ঝুঁকি। এসব ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের পাশে দাঁড়াতেই ডিআরইউর সঙ্গে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    মাহফুজুর রহমান আরও জানান, বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে গেমপ্লিফ্লাই গ্যাম্বলিং, বেটিং ও জুয়ামুক্ত একটি বিকল্প সামাজিক মাধ্যম হিসেবে কাজ করছে। খেলাধুলাভিত্তিক এই প্ল্যাটফর্মে জ্ঞাননির্ভর ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ মশিউর রহমান।

    সভাপতির বক্তব্যে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের প্রস্তুত করতেই এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কোন কনটেন্ট এআই দ্বারা তৈরি এবং কোনটি নয়—তা যাচাই করার সক্ষমতা এখন সময়ের দাবি।

    তিনি আরও বলেন, এআই কীভাবে কাজ করে এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা না থাকলে দায়িত্বশীল সাংবাদিকতা সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের নতুন জ্ঞান অর্জনে সহায়ক হবে।

    ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, সাংবাদিকদের সব সময় তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে। এআই সম্পর্কে ধারণা না থাকলে ভবিষ্যতে সাংবাদিকতার মূলধারায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি জানান, বছরজুড়ে ডিআরইউ সদস্যদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

    কর্মশালাটি পরিচালনা করেন ডিআরইউ সদস্য মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল।

    প্রথম দিনের সেশনে প্রশিক্ষণ দেন ঢাকা পোস্টের হেড অব নিউ ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031