সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটশিকার এখন তাইজুল
স্পোর্টস ডেস্ক: মিরপুরে আরও একবার স্পিন জাদু দেখালেন তাইজুল ইসলাম। ৪ উইকেট তুলে নিয়ে গুঁড়িয়ে দিলেন আয়ারল্যান্ডকে। এই বোলিং পারফরম্যান্স তাকে এনে দিল দেশের টেস্ট ইতিহাসে নতুন এক মাইলফলক- বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির যৌথ রেকর্ড এখন তার।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ১টি, আজ প্রথম সেশন শেষের আগে ২টি এবং মধ্যাহ্ন বিরতির পর আরও ১টি উইকেট নেন তিনি। এ নিয়ে তার উইকেটসংখ্যা দাঁড়াল ২৪৬- এ, যা সাকিব আল হাসানের সমান।
তবে ম্যাচ সংখ্যায় এগিয়ে আছেন তাইজুল- সাকিব যেখানে ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়েছেন, সেখানে তাইজুল মাত্র ৫৭ টেস্টে একই সংখ্যায় পৌঁছেছেন।
আয়ারল্যান্ড সিরিজ শুরুর সময় তার উইকেট ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫টি এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪টি নিয়ে উঠেছে ২৪৬-এ।
তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ (৫৪ টেস্টে ২০৫ উইকেট)। এরপর আছেন মোহাম্মদ রফিক (১০০) এবং মাশরাফি বিন মর্তুজা (৭৮)।
বিআলো/শিলি



