সাতক্ষীরা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন, সভাপতি মনিরুল ইসলাম মিনি
হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের ৫১ শতাংশের বেশি উপস্থিতি এবং সর্বসম্মতিক্রমে এক বছরের মেয়াদের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জি এম মনিরুল ইসলাম মিনি। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল বারী।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিরুজ্জামান বাবু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু সাইদ বিশ্বাস। সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান বাচ্চু। অর্থ সম্পাদক হলেন জিল্লুর রহমান এবং দপ্তর সম্পাদক হয়েছেন আল ইমরান।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবু নাসের মো. আবু সাঈদ, হাবিবুর রহমান হবি, মুস্তাফিজুর রহমান উজ্জ্বল, আব্দুল গফুর সরদার এবং এম জিল্লুর রহমান।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে সর্বসম্মতিক্রমে এই ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।
বিআলো/শিলি



