সাতক্ষীরা-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-২ আসনের বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে দলটির একাংশের নেতাকর্মীরা শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা বিএনপির সাবেক দুইবারের পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দলের মনোনীত প্রার্থী ঘোষণার দাবি জানান।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিউ মার্কেট মোড় জিরো পয়েন্ট মহাসড়কে শেষ হয়। প্রায় আধা ঘণ্টা ধরে আশাশুনি-সাতক্ষীরা, যশোর-সাতক্ষীরা ও খুলনা-সাতক্ষীরা লেন বন্ধ থাকায় পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মনোনয়নপ্রাপ্ত আব্দুর রউফ দল থেকে বহিষ্কৃত। তাই তার মনোনয়ন বাতিল করে তাজকিন চিশতীকে প্রার্থী ঘোষণা করতে হবে।
তারা উল্লেখ করেন, ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হয়। সেখানে সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন পান আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ।
চিশতী সমর্থকদের অভিযোগ, ২০২৪ সালের ২৫ এপ্রিল আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আব্দুর রউফকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করেই মনোনয়ন দেয়ায় তারা আহত।
বিক্ষোভে নেতৃত্ব দেন সাতক্ষীরা পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অজিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, ১ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান বারী, সহ-সভাপতি মো. মাহমুদ, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শিহাবুজ্জামান প্রমুখ।
বিক্ষোভকারীরা জানান, দ্রুত প্রার্থী পরিবর্তন না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
বিআলো/এফএইচএস



