সাবেক সেনাপ্রধানের ভাইয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
dailybangla
25th Jan 2026 3:13 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়, আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।
আবেদনে বলা হয়, আনিস আহমেদ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জরুরি বলে উল্লেখ করা হয়।
বিআলো/শিলি



