সাব্বির হত্যা মামলার আসামি গ্রেপ্তার
dailybangla
18th Jan 2026 9:48 pm | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো : র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৭ নগরের হালিশহর থানায় আলোচিত সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করেছে।ইরফাত আলী প্রকাশ রাফসান (২০) নগরের পাহাড়তলী থানাধীন পানির কল এলাকার মাওলানা মতিউর রহমানের বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, হালিশহর থানার সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাফসান নগরের আকবর শাহ এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ১৭ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় অভিযান চালানো হয়। কৈবল্যধাম রেলবিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআলো/আমিনা



