সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ
রুপোকুর রহমানঃ সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহতদের দেখতে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা জেলা উত্তর জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার রাতে নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহত প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ঢাকা জেলা উত্তর জামায়াতের আমীর আফজাল হোসেন, সেক্রেটারী শাহাদাৎ হোসেন, আইন ও মানবাধিকার সেক্রেটারী অ্যাড. শহীদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারী ও সাভার পৌরসভার সাবেক কমিশনার হাসান মাহমুব মাষ্টার, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আসাদুজ্জামান, সাভার থানা জামায়াতের আমীর আব্দুল কাদের ও সাভার পৌর আমীর আজিজুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
পরে জামায়াত নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া সাভার প্রেস ক্লাব পরিদর্শন করেন এবং সংস্কারের জন্য অনুদান হিসেবে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও গুলিতে হাত হারানো প্রেস ক্লাবের অফিস সহকারী মঞ্জয়কে আর্থিক সহায়তা প্রদান করেন।
ঢাকা জেলা উত্তর জামায়াত ইসলামের আমীর আফজাল হোসেন বলেন, জামায়াত ইসলাম দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হানাহানি মুক্ত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনই এখন সকলের লক্ষ্য। দেশের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা প্রত্যাশা করেন তিনি।
বিআলো/তুরাগ



