• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সার ও চাল আমদানিতে সরকারের অনুমোদন: ব্যয় হবে ১,১১০ কোটি টাকার বেশি 

     dailybangla 
    22nd Oct 2025 5:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার এবং সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১,১১০ কোটি টাকারও বেশি।

    বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আসবে ১৫১ কোটি ৭৭ লাখ টাকায় (প্রতি টন ৪১৩.৩৩ মার্কিন ডলার), মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার ৩৬০ কোটি ০১ লাখ টাকায় (প্রতি টন ৭৩৫.৩৩ মার্কিন ডলার), রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার ১৫২ কোটি ৬১ লাখ টাকায় (প্রতি টন ৩৫৬.২৫ মার্কিন ডলার)।

    এছাড়া বরগুনায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন একটি বাফার গোডাউন নির্মাণেও অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় হবে প্রায় ৫১ কোটি ৭৪ লাখ টাকা।

    খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী-
    সংযুক্ত আরব আমিরাত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল ২১৬ কোটি ৯০ লাখ টাকায় (প্রতি টন ৩৫৫.৯৯ ডলার),

    মিয়ানমার থেকে ৫০ হাজার টন আতপ চাল ২২৯ কোটি ৩২ লাখ টাকায় (প্রতি টন ৩৭৬.৫০ ডলার) আমদানি করা হবে।

    সরকারি সূত্র বলছে, এ উদ্যোগ কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031