সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ইঙ্গিত, কমবে তাপমাত্রা
dailybangla
02nd Dec 2025 1:11 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীসহ দেশের আট বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অফিস কতৃপক্ষ জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-একটি স্থানে বৃষ্টি হতে পারে।
২ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
কিছু এলাকায় ভোরে হালকা কুয়াশা পড়তে পারে, আর রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।
বিআলো/শিলি



