সারাদেশে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে : ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : জাতিয়তাবাদী শক্তি তথা আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেই ৩১ দফার প্রতি মানুষ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন। যার কারণে সারাদেশে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে।
দেশের মানুষ চায় আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ সেবা করুক এটা মানুষের প্রত্যাশা। জিয়া পরিবারের প্রতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা ছিল মানুষের সেই আস্থা তারেক রহমানের প্রতি দেখতে পাচ্ছি।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষিয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস রফিকুল ইসলাম বাচ্চু উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকেদর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সকল শ্রেণী পেশার জনগনের কাছ থেকে বিপুল সারা পাচ্ছি। আমাদের নিবেদিত প্রাণ কর্মীরা যারা দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত, যুব সমাজ এবং দেশের মানুষ তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি।
আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এ ভোটাধিকার প্রয়োগের পিছনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক ভূমিকা ছিল। বিএনপি ক্ষমতায় আসলে সমাজ ও দেশ থেকে, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূল করা হবে। সেই সঙ্গে গাজীপুর-৩ আসনের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হব।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে। গণসংযোগকালে শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহবায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাড. আবু জাফরসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



