সার্চে সরাসরি জেমিনি ৩: গুগলের যুগান্তকারী পদক্ষেপ
বিআলো ডেস্ক: গুগল তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জেমিনি ৩’ উন্মোচনের পর সেটিকে একই দিনে সরাসরি সার্চ সেবায় যুক্ত করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথম।
২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক ঘোষণায় অ্যালফাবেট জানায়, এবার আর ব্যবহারকারীদের নতুন মডেলের সুবিধা পেতে অপেক্ষা করতে হবে না।
চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই বলেন, “এটাই আমাদের সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান মডেল, এবং ব্যবহারকারীরা শুরু থেকেই এর সুফল পাবেন।”
গুগল জানায়, জেমিনি ৩ বর্তমানে আন্তর্জাতিক মানদণ্ডে শীর্ষ স্কোর করছে এবং বহু গুরুত্বপূর্ণ এআই কর্মক্ষমতা পরীক্ষায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে পিছনে ফেলেছে।
জেমিনি ৩-এর ওপর ভিত্তি করে চালু হয়েছে নতুন ফিচার ‘জেমিনি এজেন্ট’- যা চাকরির আবেদন তৈরি, ইমেইল সাজানো, ভ্রমণ পরিকল্পনা বুকিং, এমনকি ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের মতো জটিল কাজ করতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, এটাই গুগলের ‘সর্বজনীন সহকারী’র ধারণাকে বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে।
জেমিনি অ্যাপে বড় পরিবর্তন এনে প্রশ্নের উত্তর এখন ওয়েবসাইটসদৃশ প্রদর্শিত হবে- চিত্র, ভিজ্যুয়াল ও ইন্টারঅ্যাক্টিভ উপাদানসহ।
প্রযুক্তি দুনিয়ায় এআই প্রতিযোগিতা এখন বাস্তব আয়ের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে, আর সার্চে জেমিনি ৩ যুক্ত হওয়ায় গুগলের আয় এবং প্রভাব উভয়ই আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিআলো/শিলি



