সালাহ থাকলেই হার, লিভারপুলের বিব্রতকর পরিসংখ্যান
স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে মাঠে নামা মোহামেদ সালাহর নামের পাশে যুক্ত হয়েছে এক অস্বস্তিকর রেকর্ড। মিশরীয় এই তারকা ফরোয়ার্ড শুরুর একাদশে থাকা ম্যাচগুলোতেই বারবার হোঁচট খাচ্ছে ক্লাবটি।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহ শুরুর একাদশে থাকা সর্বশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পরাজিত হয়েছে লিভারপুল। ক্লাবের ইতিহাসে এমন হতাশাজনক ধারাবাহিকতা শেষ দেখা গিয়েছিল ২০১২ সালে। ব্যক্তিগত পারফরম্যান্সে সালাহ মোটামুটি ছন্দে থাকলেও দলীয় সাফল্য অধরাই থেকে যাচ্ছে।
আফ্রিকান কাপ অব নেশন্স শেষে গত সপ্তাহে ক্লাবে ফেরেন সালাহ। চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শুরু থেকেই খেলেন তিনি। সেই ম্যাচের ধারাবাহিকতায় প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষেও তাকে প্রথম একাদশে রাখেন কোচ, তবে ম্যাচটি ৩-২ গোলে হেরে যায় লিভারপুল।
এই পরাজয়ের মধ্য দিয়েই সালাহর নাম উঠে আসে বিব্রতকর এক তালিকায়। এর আগে ২০১২ সালে ডার্ক কুইটের সময় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত শুরুর একাদশে থাকা ম্যাচগুলোতে নিয়মিত পয়েন্ট হারিয়েছিল লিভারপুল।
সাম্প্রতিক সময়ে সালাহ শুরু করা ম্যাচগুলোতে লিভারপুল হেরেছে ক্রিস্টাল প্যালেস, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার সিটি, নটিংহাম ফরেস্ট ও বোর্নমাউথের বিপক্ষে। একমাত্র জয়টি এসেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ ব্যবধানে, যে ম্যাচে চলতি মৌসুমে নিজের শেষ লিগ গোলটিও করেন সালাহ।
বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলে লিভারপুল রয়েছে ছয় নম্বরে। ২৩ ম্যাচে সংগ্রহ ৩৬ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ১৪ পয়েন্ট। এমন অবস্থায় মৌসুমের বাকি সময়ে বড় কোনো উন্নতির সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিআলো/শিলি



