• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিএসই এবং সিফেক্সের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত: বাংলাদেশে ডেরিভেটিভ বাজারের পথ প্রসারিত 

     dailybangla 
    27th Oct 2025 7:16 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও বাজার সম্প্রসারণের নতুন ধাপ হিসেবে চিটাগং স্টক এক্সচেঞ্জ (CSE) এবং চায়না ফিনান্সিয়াল ফিউচারস এক্সচেঞ্জ কো লিমিটেড (CFFEX বা সিফেক্স) এর মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

    গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে তুরস্কের ইস্তানবুল শহরের রিক্সোস টারসেন হোটেলের হাসকয় হলে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং সিফেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াওগেং ঝ্যং স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিফেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব শেন সুয়াং এবং জনাব ফেং ইউ।

    এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো দ্বিপাক্ষিক অংশিদারীত্বের মাধ্যমে বাংলাদেশে একটি টেকসই এবং সুসংগঠিত ডেরিভেটিভ বাজারের উন্নয়ন। চুক্তিতে তথ্যের আদান-প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ ও নলেজ শেয়ারিং কার্যক্রম আয়োজন, ব্যবসায়িক উন্নয়নে সক্রিয় সহায়তা এবং বিশেষ করে বাংলাদেশের ডেরিভেটিভস পণ্যের প্রচারকে গুরুত্ব দেওয়া হয়েছে।

    চায়না ফিনান্সিয়াল ফিউচারস এক্সচেঞ্জ কো লিমিটেড (CFFEX) ২০০৬ সালে চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের অনুমোদনে প্রতিষ্ঠিত হয়। এটি ফিনান্সিয়াল ফিউচারস, অপশন এবং অন্যান্য ডেরিভেটিভসের ট্রেডিং ও ক্লিয়ারিং-এর জন্য একটি বিশেষ প্লাটফর্ম হিসেবে কাজ করে। সিফেক্স চীনের পাঁচটি প্রধান এক্সচেঞ্জের সহযোগিতায় গঠিত এবং আর্থিক বাজার সংস্কার, বহু-স্তরীয় মূলধন বাজারকে শক্তিশালীকরণ, দক্ষ ঝুঁকি স্থানান্তর এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    সিফেক্স আন্তর্জাতিক সংস্থাসমূহ যেমন WFE, IOSCO, FIA, ISDA-এর সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে বিশ্বের বিভিন্ন দেশের বাজার থেকে প্রোডাক্টসমূহ চীনা ফিউচার মার্কেটে উন্মুক্ত করে আর্থিক উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করছে। নিরাপদ এবং দক্ষ ডেরিভেটিভ পণ্য বাজারে আনার মাধ্যমে সিফেক্স চীনের আর্থিক ভবিষ্যৎ বাজারকে সমৃদ্ধ ও সম্প্রসারণের কাজ করে যাচ্ছে।

    বিশ্লেষকরা আশা করছেন, এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সিএসই এবং সিফেক্স বাংলাদেশে একটি সুসংগঠিত ডেরিভেটিভ বাজার স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের আর্থিক বাজারকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031