• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিজদায় যাওয়ার পদ্ধতি কী? 

     dailybangla 
    25th Jul 2025 6:29 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: সিজদা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে — বিনয়, মাথানত করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। ইসলামি শরিয়তের পারিভাষায় মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বিনম্রচিত্তে সাতটি অঙ্গের মাধ্যমে মাটিতে লুটিয়ে পড়ে— যে ইবাদত করা হয়, তাকে সিজদা বলে।

    সিজদায় যাওয়ার নিয়ম হলো-
    শরীরের যে অঙ্গ জমিনের সবচেয়ে কাছাকাছি — সিজদার সময়ে সে অঙ্গ সবার আগে জমিনে যাবে। এ হিসেবে সবার আগে হাঁটু জমিনে রাখা হবে। এরপর পর্যায়ক্রমে হাত, নাক ও তারপর কপাল রাখা হবে।

    সিজদা থেকে উঠার মুহূর্তে শরীরের যে অঙ্গ জমিন থেকে দূরবর্তী— আগে সে অঙ্গ ওঠবে। সুতরাং সিজদা থেকে উঠার সময় সবার আগে কপাল ওঠবে। এরপর উভয় হাত এবং এরপর হাঁটু। এরপর সোজা হয়ে দাঁড়াবে।

    বৃদ্ধ বা অসুস্থদের এভাবে সিজদা করতে কষ্ট হলে, তারা চাইলে জমিনে আগে হাত রাখতে পারবেন। এতে কোনো অসুবিধা হবে না। (তিরমিজি, খণ্ড : ০১, পৃষ্ঠা : ৩৬)

    সিজদায় সাতটি অঙ্গ মাটিতে লাগানো আবশ্যক। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

    ‏ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ

    অর্থঃ আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছে। কপাল, তিনি হাত দিয়ে নাকের দিকে ইশরা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন আর দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলসমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (বুখারি; মুসলিম)

    নামাজে সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত দুই পা জমিনে রাখা সুন্নতে মুয়াক্কাদা। আর সিজদার অধিকাংশ সময় কোনো রকম অসুবিধা ছাড়া দুই পা বা কোনো এক পা জমিন থেকে পৃথক রাখা মাকরহে তাহরিমি। তবে সিজদায় অল্প সময়ের জন্যও পা জমিনে রাখলে নামাজ আদায় হয়ে যাবে।

    কিন্তু পুরো সিজদার মধ্যে কোনো পায়ের সামান্য অংশও যদি জমিনে না লাগে তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজ শুদ্ধ হবে না। সে নামাজ দ্বিতীয় বার পড়তে হবে। (আদ-দুররুল মুখতার : ১৪৪৭; ফাতাওয়া তাতারখানিয়া : ১/৫০৬)

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031