• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিবিসাসের নতুন নেতৃত্বে আবুল কালাম সভাপতি, রহিম শেখ সম্পাদক 

     dailybangla 
    22nd Jul 2025 3:34 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কর্মরত সিলেট বিভাগের মূলধারার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস) এর ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ।

    সোমবার (২১ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। তিন সদস্যের নির্বাচন কমিটি হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ এবং মোস্তফা সেলিম।

    নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস) ও স্বপ্না চক্রবর্তী (রূপালী বাংলাদেশ)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক বেনু সূত্রধর (আজকালের খবর), দপ্তর সম্পাদক জামিল আহমেদ (বাহান্ন নিউজ), কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ এলতেফাত (বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আচার্য্য (আর্টিক্যাল নাইন্টিন), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শফিকুল হাসান সোহেল (ভোরের ডাক) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম আনসারী (বাণিজ্য প্রতিদিন)।

    কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক) ও এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।

    উল্লেখ্য, পারস্পরিক সম্পর্ক জোরদার, পেশাগত উৎকর্ষ অর্জন এবং সাংবাদিকতার মাধ্যমে সিলেট বিভাগের মানুষের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ২০২১ সালে সিবিসাসের যাত্রা শুরু হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930