• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা 

     dailybangla 
    04th Dec 2025 9:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণার মাধ্যমে তার প্রার্থিতা নিশ্চিত করেন।

    এদিন আরও ৩৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর আগে ২৩৭টি আসনের তালিকা প্রকাশ করা হলেও সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

    মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পেজে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সেলিম রেজা। তিনি লেখেন, আমাদের গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন—আমিন।

    সিরাজগঞ্জ-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির শফিকুল ইসলাম বিজয়ী হলেও পরবর্তী সময়ে এ আসনে আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগ।

    ১৯৮৬, ১৯৯১, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয় পান সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম. মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে বিজয়ী হন তার বড় ছেলে মোহাম্মদ সেলিম। ২০০৮ সালের নির্বাচন, ২০২০ সালের উপ-নির্বাচন এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জয় পান নাসিমপুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।

    বিএনপি ও জামায়াত নেতৃত্বের অভিযোগ, এ আসনে তাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরেই হামলা, মামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আসছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031