সুখী, শান্তিপূর্ন ও নিরাপদ ঈদ কামনা করি: আইসি মো. আজাহার হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ আজ মুসলমানদের প্রাণের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ডিএমপির কদমতলী থানাধীন জনতাবাগ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আজহার হোসেন তার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের আত্মত্যাগ, সহানুভূতি ও একতা শিখায়। এই দিনটি আমাদেরকে সমাজের প্রতি, দরিদ্রদের প্রতি এবং দুর্বলদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানায়। ঈদ-উল-আযহা আমাদের শিক্ষা দেয় কীভাবে আমরা নিজেকে অন্যদের কল্যাণে উৎসর্গ করতে পারি। এটা আমাদের জন্য একটি স্মরণীয় বার্তা বহন করে, যা মানবতার মঙ্গল এবং সুখের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অনুপ্রেরণা দেয়।
কদমতলী থানা এলাকার জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় পুলিশের ভূমিকার উপরও আলোকপাত করে তিনি বলেন, আমাদের কদমতলী থানা পুলিশ বাহিনী সব সময় জনগণের সেবা ও সুরক্ষায় নিবেদিত। বিশেষ করে উৎসবের সময়, যখন সবাই পরিবারের সাথে সময় কাটাচ্ছে, তখন আমাদের পুলিশ সদস্যরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে।
জনতাবাগ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আজাহার হোসেন তার শুভেচ্ছা বার্তা সমাপ্ত করে বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের জন্য একটি আশীর্বাদ ও মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত মহিমান্বিত উৎসব। এটি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বিশেষ এক দিন, যা ত্যাগ ও আত্মনিবেদনকে স্মরণ করিয়ে দেয়। এই শুভ দিনে মানুষ তারা পরিবার, বন্ধু ও সমাজের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করে। এই আনন্দময় উপলক্ষ্যে, সমাজের প্রতিটি স্তরে শুভেচ্ছা বিনিময় ও পরস্পরকে আনন্দের বার্তা পৌঁছানো একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। আমি সকলের জন্য একটি সুখী, শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ জীবন দান করুন।
বিআলো/তুরাগ



