সুদানে গণহত্যা: মরদেহ পুড়িয়ে প্রমাণ লুকাচ্ছে আরএসএফ!
আর্ন্তজাতিক ডেস্ক: সুদানে নতুন করে গুরুতর অভিযোগের মুখে পড়েছে আধা–সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দারফুরের এল-ফাশের শহরে গণহত্যার প্রমাণ লুকাতে শত শত মরদেহ সরিয়ে ফেলা, পোড়ানো এবং গণকবরে পুঁতে ফেলার অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’।
সংগঠনটির দাবি, শহরটি দখলের পর থেকে আরএসএফ নিয়মিতভাবে রাস্তা ও আশপাশের এলাকা থেকে লাশ সংগ্রহ করছে।
চিকিৎসকদের বক্তব্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আরএসএফের হাতে সংঘটিত ধারাবাহিক গণহত্যার অংশ। তাদের মতে, মৃতদের মর্যাদাপূর্ণ দাফনের অধিকারসহ নানাবিধ আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা এভাবে লঙ্ঘিত হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, এল-ফাশেরের প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষের মধ্যে অন্তত ৮২ হাজার জন নিরাপত্তার জন্য শহর ছেড়েছেন। শহর দখলের পর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের সংখ্যা বেড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।
খার্তুম থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এল-ফাশের থেকে পালিয়ে আল দাব্বাহর দিকে যেতে গিয়ে অনেক মানুষ খাবার-পানির অভাব কিংবা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পালিয়ে আসা ব্যক্তিদের অনেকে আরএসএফ যোদ্ধাদের পোস্ট করা ভিডিও দেখে নিজেদের আত্মীয়দের মৃত্যুসংবাদ জানতে পেরেছেন। সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি



