সুনামগঞ্জে চাইল্ড কেয়ার একাডেমির উদ্ভোধনী ক্লাস শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের পৌরএলাকার ষোলঘরে স্থাপিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড কেয়ার একাডেমির নতুন বছর ২০২৬ এর ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ শামসুল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এগজিকিউটিব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ মনসুর আলী।
তিনি তার বক্তব্যে সকলের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্র্শের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি প্রতিষ্ঠার শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করি। প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. বোরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র মাদরাসার সিনিয়র শিক্ষক মোমতাজুল হাসান আবেদ, অ্যাড. নাজিম কয়েস আজাদ ও ব্যাংকার আব্দুর রব চৌধুরী। আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আবুল খয়ের মোহাম্মদ ইসমাইল। জাতীয় পতাকা উত্তোলনের পর শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করেন। এসময় প্রতিষ্ঠানের অগণিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



