সূর্যহীন দিনে কনকনে শীত, চুয়াডাঙ্গায় বাড়ছে দুর্ভোগ
dailybangla
22nd Dec 2025 1:36 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিন সূর্যের দেখা না মেলায় চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বেড়েছে। তাপমাত্রা কমতে থাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে, সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিন ধরে জেলায় তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে।
ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে চারপাশ ঢেকে থাকছে, মেঘলা আকাশে সূর্যের দেখা মিলছে না। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।
এর আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি। শীতের কারণে সড়কেও মানুষের চলাচল তুলনামূলকভাবে কমে গেছে।
বিআলো/শিলি



