সোনাইমুড়ী প্রফেসী গ্রামার স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সাজ্জাদুল ইসলাম, সোনাইমুড়ী(নোয়াখালী): নোয়াখালীর প্রফেসী গ্রামার স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ায় স্কুলটির ক্যম্পাসে এই আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক মোঃ দ্বীন ইসলাম ও রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোঃ মোহতাছিম বিল্লাহ।
শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন— শিক্ষা মানেই আচরনের ইতিবাচক পরিবর্তন। আমরা যখন শিক্ষিত হবো তখন আমার আচার-আচারনে মানুষ সন্তুষ্ট হবে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। বই পড়ে ডিগ্রী নিলেই শিক্ষিত হওয়া যায় না, তার পাশাপাশি আচার-আচরণের পরিবর্তন আসতে হবে। যে কত বেশি শিক্ষিত সে তত বেশি বিনয়ী হবে। এসময় তিনি শিক্ষার্থীদের নৈতিকতার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক চন্দ্রোদয় মজুমদার। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিভাবকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসী গ্রামার স্কুলের উপদেষ্টা কামরুল হাসান জিটু বলেন, এই প্রতিষ্ঠানের পরিচালনায় বেশ কয়েকজন আমেরিকান প্রবাসী ভায়েরা রয়েছেন। তাদের চাওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠান একটি মডেল স্কুল হবে। এখান থেকে সোনার মানুষ তৈরী হবে। তাদের কোন ব্যবসায়িক চাহিদা নেই। সকলের সহযোগীতা পেলে এই স্কুলথেকে নীতি-আদর্শ, ধর্মীয় শিক্ষা ও মেধার সমন্বয়ে আলোকিত মানুষ তৈরী হবে।
ইউএসএ প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আহসান হাবীবের সৌজন্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসী গ্রামার স্কুলের উপদেষ্টা কামরুল হাসান জিটু, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, ব্রজেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল মান্নান, চিকিৎসক ও একটিভিস্ট ডা: আরিফ মাহমুদ, রাজনীতিবিদ ও সমাজসেবক এইচ এম ইসমাইল হোসেন মিয়াজী, সমাজসেবী মাসুম উদ্দিন, আমিশাপাড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন, সোনাইমুড়ী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন, আমিশাপাড়া মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জীবন আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান রাশেদ, সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম মুন্সী প্রমুখ।
বিশেষ অতিথিগণ বলেন— শুধু শিক্ষক নয়, সন্তানকে আদর্শ মানুষ তৈরীর জন্য অবিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবিভাবক ও শিক্ষকের সমন্বয়ে একটি শিক্ষার্থী মানুষ হয়ে ওঠে। অবিভাবকদের সবসময় খেয়াল রাখতে হবে তার সন্তান কি করছে, কাদের সাথে মেলামেশা করছে। ডিজিটাল ডিভাইসের ভয়াবহ দিক তুলে ধরে শিক্ষার্থীদেরকে এই আসক্তি থেকে মুক্ত রাখতে অবিভাবকের প্রতি অনুরোধ রাখেন। সেই সাথে শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, সমাজের জন্য দেশের কল্যানে কাজে লাগতে পারে এমন মানুষ তৈরীর জন্য আহবান জানান।
অনুষ্ঠানে কয়েকশো শিক্ষার্থী ও অবিভাবক উপস্থিত ছিলেন। এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
বিআলো/ইমরান



