সোনারগাঁয়ে অটোচালকের মরদেহ উদ্ধার
সামির সরকার সবুজ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোহেল নামের প্রতিবন্ধী এক অটোচালকের কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপজেলার মুছারচর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত সোহেল উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২ টি কন্যা সন্তান রয়েছে। নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায়, গত সোমবার দুপুরে সোহেল অটোগাড়ী নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাত ৮ টার পর কল দিয়ে তাকে আর ফোনে পাওয়া যায়নি।
সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালে। সোনারগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/আমিনা



