• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

     dailybangla 
    23rd Sep 2025 8:36 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবেই নয়, বরং বাংলাদেশের ৩২ লক্ষাধিক প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবে দেশটির সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে।

    রবিবার রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশস্থ সৌদি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, আরব বিশ্ব ও বাংলার জনগণের মধ্যে সম্পর্ক শতাব্দী প্রাচীন। বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে গড়ে ওঠা এ ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনই আজকের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। তিনি উল্লেখ করেন, এ বছর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন হচ্ছে, যা দুই দেশের শ্রদ্ধা, বিশ্বাস ও ইসলামী ঐতিহ্যের দৃঢ় বন্ধনের প্রতীক।

    সৌদি আরবের ভিশন ২০৩০ প্রসঙ্গে তিনি বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে দেশটি এক উচ্চাভিলাষী উন্নয়ন যাত্রা শুরু করেছে। এ উদ্যোগ শুধু সৌদি আরব নয়, গোটা অঞ্চলের উন্নয়ন ও উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতিকে বৈচিত্র্যময়করণ ও আধুনিকায়নে সৌদি আরবের সহযোগিতা আন্তরিকভাবে প্রশংসার দাবি রাখে।

    তিনি আরো বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সৌদি যুবরাজের ভূমিকা অসাধারণ। মুসলিম উম্মাহর ঐক্য জোরদার করা এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক কণ্ঠস্বর হিসেবে সৌদি আরবকে প্রতিষ্ঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ এ প্রচেষ্টার উচ্চ প্রশংসা করে এবং সৌদি নেতৃত্বের সাফল্য কামনা করে।

    অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্পপতি, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930