স্কালোনির নেতৃত্বে দল আরও শক্তিশালী হয়েছে: মেসি
dailybangla
05th Dec 2025 9:59 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান দলকে নিয়ে আত্মবিশ্বাসী কথা বললেন লিওনেল মেসি। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার এমন একটি সুবিধা রয়েছে, যা অন্যদের নেই।
মেসির মতে, স্কালোনির হাত ধরে দলের মানসিক দৃঢ়তা ও জয়ের ইচ্ছা আরও বেড়েছে।
তিনি বলেন, দলের সবাই সর্বোচ্চটা দেওয়ার মানসিকতা ধারণ করে এবং নতুনদেরও সহজে দলে মিশে যেতে সাহায্য করছে পরিবেশ।
বিশ্বকাপ জয়ে আসা আত্মবিশ্বাস তাদের প্রস্তুতিকে আরও দৃঢ় করবে বলে মনে করেন মেসি। তার মতে, চাপ কম থাকায় পরের চ্যালেঞ্জ মোকাবিলায় দল আরও স্বচ্ছন্দ থাকবে।
বিআলো/শিলি



