স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়ে নিরাপত্তাহীনতায় হিরো আলম
বিনোদন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণার পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নিজের নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে আবেদন করার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে হিরো আলম জানান, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই তিনি ও তার পরিবার হুমকির মুখে পড়েছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি।
হিরো আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য প্রধান উপদেষ্টার কাছে একজন নিরাপত্তাকর্মী বরাদ্দ চেয়ে আবেদন করবেন।
তিনি জানান, এবার তিনি ঢাকা ও বগুড়া- এই দুটি আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। যদিও স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী, তবে চারটি রাজনৈতিক দল থেকে প্রস্তাব পেয়েছেন বলেও উল্লেখ করেন।
তার মতে, দল নয় তার মূল লক্ষ্য জনগণের পাশে থাকা এবং মানুষের জন্য কাজ করা।
বিআলো/শিলি



