সৎ এবং মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা আমাদের মূল উদ্দেশ্য: ডা. মানিক
আবুল হাসনাত তুহিন,ফেনী: বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁঞা উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন যে সৎ এবং মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের মূল উদ্দেশ্য।
খুশিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে সরকার থেকে বরাদ্দ পাওয়া সত্ত্বেও গ্রামের মানুষ অনেক সময় অবহেলিত থাকে। বিচারব্যবস্থা সঠিকভাবে কার্যকর না হওয়ায় মানুষকে জজকোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত ঘুরতে হয়। সঠিক নেতৃত্ব থাকলে কেউ অবহেলার শিকার হতো না। তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে না। সৎ ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা তিনি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় আব্দুল গফুর মাস্টার। এতে আরও বক্তব্য দেন দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ, ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন, মাওলানা ওয়ালী উল্লাহ, কামাল হোসেন, আবুল বাশারসহ স্থানীয় নেতারা।
সমাবেশে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বিআলো/ইমরান



