হাইজিন প্যাক সুস্বাস্থ্যে সুশিক্ষা

হাইজিন প্যাক সুস্বাস্থ্যে সুশিক্ষা


-মোহাম্মদ মাসুম উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া

ভবিষ্যতের জন্য সুনাগরিক পেতে হলে জাতিকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে । সুশিক্ষার জন্য চাই শিক্ষার্থীর সুস্বাস্থ্য । এই জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন ।
এই কথা সর্বজন স্বীকৃত যে, শিশুর স্বাস্থ্য ভালো থাকলে লেখাপড়াও ভালো হয় । শিশুর স্বাস্থ্য ভালো রাখার জন্য নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করা যেতে পারে :
১. সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে শিশু ও অভিভাবকদের ধারণা দেওয়া;
২. ইনজুরি হতে পারে এমন কাজ হতে শিশুদের বিরত রাখা;
৩. বিভিন্ন রোগের উপসর্গ ও করণীয়  নিয়ে লিফলেট তৈরি করে বিতরণ করা;
৪. নিরাপদ পানি পান করার অভ্যাস করা;
৫. খাবার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান ব্যবহারে উদ্বুদ্ধ করা;
৬. দিনে দুইবার দাঁত ব্রাশ করতে বলা;
৭. স্যান্ডেল নিয়ে টয়লেট ব্যবহার নিশ্চিত করা;
৮. শিশুদের মাঝে হাইজিন প্যাক ( সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, নেইল কাটার) ইত্যাদি বিতরণের ব্যবস্থা করা;
৯. ফাস্ট এইড বক্স কাছাকাছি রাখা;
১০. বয়:সন্ধিকালীন শিশুদের বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে পারিবারিক ও প্রাতিষ্ঠানিকভাবে সাহায্য করা;
১১. ঘরবাড়ি, শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা;
১২. সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা;
১৩. নিয়মিত চোখ, কান ও দাঁতের ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া;
১৪. যথাসময়ে সকল শিশুর বিভিন্ন ইপিআই কর্মসূচির আওতায় টীকা গ্রহণ নিশ্চিত করা;
১৫. পরিবারের কাছ থেকে প্রাথমিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়াবলী নিশ্চিতসহ প্রতিটি বিদ্যালয়ে এ সম্পর্কিত গণসচেতনতামূলক প্রোগ্রামের ব্যবস্থা করা;
 পরিবারই হচ্ছে জীবনের প্রধান পাঠশালা । পরিবারের কাছ থেকে স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা পেলে শিশুদের মনোজগতে তা ইতিবাচক প্রভাব ফেলে। তাই, শিশুদের কোমল মনে প্রাথমিক স্বাস্থ্যের ধারণা প্রদানের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে ।

লেখক: মোহাম্মদ মাসুম
সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া-৩৪১০
মোবাইল: ০১৭০৫-৪১১২৩৬

বিআলো/ইসরাত