হাওরের শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন : পরিকল্পনামন্ত্রী 

হাওরের শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন : পরিকল্পনামন্ত্রী 

রেজাউল করিম, সুনামগঞ্জ :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম তুলনা করা যায় না। তিনি দেশকে খুবই ভালোবাসেন। সময়ের কাজ সময়েই করেন। লেখাপড়া এবং খেলাধুলা করে বড় হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই পরিশ্রম করতে হবে। প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রকৃত শিক্ষার প্রয়োজন। আমাদের মাথা নুয়ে থাকার দিন আর নেই। 

সুনামগঞ্জে সম্ভাবনার দোয়ার খুলে দেয়া হয়েছে। অচিরেই সুনামগঞ্জে রেল চলে আসবে। সুনামগঞ্জ হয়ে মোহনগঞ্জ যাবে। দুই-তিন বছরের মধ্যেই আমরা রেলে চড়ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরবাসীর জন্য খুবই আন্তরিক। হাওরবাসীর উন্নয়নের জন্য কাজ করছে সরকার। তিনি গতকাল রবিবার সকালে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষায় অপ্রয়োজনীয় বাঁধের ব্যাপারে তিনি বলেন, অপ্রয়োজনীয় বাঁধ কোথায় আছে স্বাক্ষী প্রমাণসহ লিখিত অভিযোগ দিন। ব্যবস্থা নেয়া হবে। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ। তাই হাওরের শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। কাজ করতে দিন। পরে তিনি মশাল প্রজ্বলন করে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সহকারী শিক্ষক রিংকু কুমার কর ও মানসী রায়ের যৌথ পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিসদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা আ’লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীর মতিউর রহমান। বিকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।