• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পুতুলের কণ্ঠে আসছে আশীষ দেব রায়ের নতুন গান ‘শেষের কবিতাগুলো’ 

     dailybangla 
    26th Aug 2025 2:46 am  |  অনলাইন সংস্করণ

    গানের মায়ায় মুগ্ধ করবে পুতুলের নতুন গান

    বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের তরুণ শিল্পীদের মধ্যে নিজস্ব স্বকীয়তা ও মৌলিক গান প্রকাশের কারণে বিশেষ পরিচিত সাজিয়া সুলতানা পুতুল এবার হাজির হচ্ছেন নতুন একটি গান নিয়ে—‘শেষের কবিতাগুলো’। গানটি রচনা ও সুরায়ণ করেছেন সিলেটের শ্রীমঙ্গলের গীতিকবি ও সুরকার আশীষ দেবরায়।

    গানের সঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ রেজা আলী। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সম্ভাবনাময় মডেল ইফশিতা শবনমকে। ইফশিতা শবনম সামাজিক মাধ্যমে নিজের আনন্দ ভাগাভাগি করে জানান, শিগগিরই গানটি প্রকাশিত হবে। গানটি আসছে আশীষ দেবরায়ের ইউটিউব চ্যানেলে, যেখানে এটি সঙ্গীতপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা উপহার দিতে চলেছে।

    আশীষ দেবরায় ইতোমধ্যে দেশ-বিদেশে বহু শিল্পীর কণ্ঠে বিভিন্ন মৌলিক গান প্রকাশ করেছেন। তিনি নিজেও একজন কণ্ঠশিল্পী হলেও মূলত গান রচনা ও সুরায়ণকে বেশি গুরুত্ব দেন। সঙ্গীত চর্চা এবং শিক্ষানুরাগী হিসেবে তার অবস্থান সুপরিচিত। সিলেটের এই সন্তান দেশের সঙ্গীত অঙ্গনকে সমৃদ্ধ করতে অসংখ্য নতুন গান সৃষ্টি করেছেন।

    এর আগে তার লেখা ও সুর করা গান পরিবেশন করেছেন সাজিয়া সুলতানা পুতুল ছাড়াও শান শায়েক, ঝিলিক, চৈতি মুৎসুদ্দী, ইউসুফ আহমেদ খান, পূজা, অবন্তী সিথি, জেরিন তুবা, রাজা বশির, মাজেদুর মানিক, শারমিন কেয়া, সাদিয়া বেনজিরসহ আরও অনেকে। আশীষ দেবরায় এই শিল্পী এবং সহকর্মীদের সহযোগিতা ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে গানগুলোর সঙ্গীত পরিচালনায় শান শায়েক, রাজা বশির, হোমায়রা বশীরসহ অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

    দেশীয় সঙ্গীত অঙ্গনের সমৃদ্ধিতে গীতিকবি ও সুরকারদের অবদান অগ্রণী। আশীষ দেবরায় তার গানের মাধ্যমে সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নতুন গান ‘শেষের কবিতাগুলো’ তার সেই প্রচেষ্টারই একটি অংশ।

    আশীষ দেবরায় আশা প্রকাশ করেছেন, আগামীতেও তিনি নতুন, আকর্ষণীয় এবং মানসম্মত গান সৃষ্টিতে নিয়োজিত থাকবেন। সঙ্গীতপ্রেমীরা আশা করতে পারেন, খুব শিগগিরই আরও অনেক মৌলিক গান তাদের কণ্ঠে, ভিডিওতে এবং প্ল্যাটফর্মে উপভোগের জন্য আসবে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031